এইচএসসি ইংরেজি ১ম পত্রে ভাল করার উপায় কী?
কী কী টেকনিক ব্যবহার করলে আমরা ইংরেজি ১ম পত্রে ভাল করতে পারি। বিশেষ করে এইচএসসি লেভেলের শিক্ষার্থীদের জন্য এই ভিডিও।
আসসালমু আলাইকুম, আমি আলমগীর হোসেন। ১১ বছর ধরে কর্মরত আছি শিক্ষকতার পেশায়।
আপনাকে ইংরেজি ১ম পত্রে ভাল করার জন্য কিছু বিষয় অনুসরণ করতে হবে। আর সামান্য চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি সত্যিই এই বিষয়গুলো ফলো না করার জন্য ইংরেজিতে ভাল করা যাচ্ছে না।
চলুন শুরু করা যাক:-
১। মনোযোগ: ১ম যে বিষয়টি বর্তমানে সবচেয়ে দায়ী তা হলো আপনার মনোযোগ। আচ্ছা, আপনি কী সবসময় মনোযোগ দিয়ে সবকিছু শিখার চেষ্টা করেন। আপনার কী ঐ প্রবচন মনে থাকে “পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা।” নিশ্চয়ই মনে থাকে না, বা মনে করতে চান না।
মনোযোগের অভাবের কারণে আপনি কোন সাবজেক্টই ভাল করে শিখতে পারেন না। বিশেষ করে ইংরেজি।
ইংরেজিতে ভাল করার জন্য গাইড লাইন খুবই জরুরি। আর পারফেক্ট একটি গাইডলাইন দেয়ার জন্য আমরা একটি কোর্স রান করেছি। ইংরেজিতে যারা এ+, এ প্লাস পেতে চান ও দক্ষ হতে চান তারা শীঘ্রই ভর্তি হতে পারেন ”৬ মাসে এ+, ঐ”। কোর্স টি অনলাইন ও অফলাইন করতে পারবেন। অনলাইনে করতে চাইলে ভিডিও-র নিচের লিংকে ক্লিক করে আজই ভর্তি হোন। ১ম ৫০ জনের জন্য ৫০% অফ।
আর অফলাইন কোর্সের জন্য যোগাযোগ করুন: হোয়াটসএপ: ০১৯৯৫০৭৩৮৮৭ অথবা সরাসরি যোগাযোগ করুন: অলরাইট একাডেমি , বালুচর, নরসিংদী।
মূল ভিডিওতে ফিরে আসা যাক।
২। বুঝে পড়া: আপনি ইংরেজি বিষয়টি আসলেই অধিকাংশ সময়ই না বুঝেই পড়েন। কী পড়তেছেন তা বুঝে পড়া উচিত। আমি বলবো আপনাকে প্রথমে বাংলা অনুবাদ পড়া উচিত। প্রথমে কী পড়তেছি সে সম্পর্কে ধারণা নেয়া উচিত। তাই বলবো, বাংলাই আগে পড়ুন।
৩। শব্দার্থ জানা: আপনি যখন ইংরেজি রিডিং পড়তেছেন। হোক সেটা প্যাসেজ কিংবা প্যারাগ্রাফ কিংবা গ্রাফ-চার্ট। অবশ্যই যে শব্দের অর্থ জানেন না তা খাতায় লিখে রাখতে হবে। কেবল শব্দার্থ পড়া নয় অবশ্যই লিখে রাখতে হবে। দু-একদিন পরপর তা রিভিশন করতে হবে।
৪। সাজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট না জানা: আপনি কী খেয়াল করেছেন? আপনি যখন কিছু লিখেন বা পড়েন তার অধিকাংশই এসার্টিভ বাক্যে লিখতে হয় বা পড়তে হয়। এর জন্য আপনাকে সাধারণ বাক্যের গঠন : যেমন – subject + verb + object + complement জানতে হবে। এ বাক্যের তিনটি রুপ- 1. simple 2. Compound 3. Complex জানতে হবে। আর এর মাধ্যমে বাংলা হতে ইংরেজিতে রুপান্তর করা শিখতে হবে।
৫। বানিয়ে লেখার অনুশীলন: যে কোন একটি টপিক বাছাই করে সে টপিকটি সম্পর্কে প্রথমে বাংলায় বানিয়ে লেখার চেষ্টা করতে হবে। তারপর, একটি, দুটি বাক্য করে বানিয়ে লিখতে হবে। যখন ভয় কেটে যাবে তখন দেখবেন এক পর্যায়ে আর বাংলা হতে ইংরেজি লেখার প্রয়োজন হচ্ছে না। তখন আপনি সরাসরি ইংরেজিতেই বানিয়ে লিখতে পারবেন।
ইংরেজি ১ম পত্রে ভাল করার জন্য আপনাদের উপরের বিষয়গুলো অনুসরণ করতে হবে।
ভিডিওটি জানি অনেকের উপকারে আসবে। যদি সামান্যতম উপকারে আসে তবে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না।
এতে অন্যদেরও ভিডিওটি দেখার সুযোগ হবে।
আর হ্যা, কোর্সে ভর্তি হতে পারেন। অফার কিন্তু সীমিত সময়ের জন্য।